Career - ফিল্ড ফ্যাসিলিলেটর (ট্রেনিং এবং ডকুমেন্টেশন)-১জন (কর্মী স্তর-০৯)
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে UNICEF এর সহযোগিতায় Medical Waste Management in Gazipur City Corporation প্রকল্পে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।
ফিল্ড ফ্যাসিলিলেটর (ট্রেনিং এবং ডকুমেন্টেশন)-১জন (কর্মী স্তর-০৯): স্নাতকোত্তর। হাইজিন ও হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) পরিচালনা সহ PRA/PLA, SWOT, মডিউল তৈরি, রির্পোট ও ডকুমেন্টেশনে দক্ষতা থাকতে হবে। বেতন সর্বসাকুল্যে ৫০,০০০/- টাকা। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
আগ্রহী প্রার্থীদেরকে এক কপি ছবি, সনদপত্রের অনুলিপিসহ আগামী ২০-০১-২০২১ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে আবেদনপত্র নিম্নঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রে ফোন/মোবাইল নম্বর লিখতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০ এর কম গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। অধিকযোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে। যোগ্য মহিলা ও অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সকল পদে কম্পিউটার চালনা, ইংরেজিতে প্রতিবেদন তৈরি এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে এবং বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে। প্রকল্প মেয়াদ সাত মাস। আবেদন পাঠানোর ঠিকানা: বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। ইমেইলে আবেদন পাঠানোর ঠিকানা: dskhr@dskbangladesh.org সকল আবেদনের ক্ষেত্রে পদের নাম উল্লেখ করতে হবে।