Hygiene Promotion Officer
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে কক্সবাজার জেলার বাস্তবায়নকৃত জরুরী প্রকল্পে নিম্মলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।
হাইজিন প্রমোশন অফিসার-১জন (নারী) (কর্মী স্তর-৯)
কর্মস্থল-উখিয়া, কক্সবাজার।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
এনজিওতে জরুরি ত্রাণ ও পুনর্বাসন কাজে ৪-৫ বছরের অভিজ্ঞতাসহ হাইজিন কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাইজিন সংক্রান্ত নতুন নতুন পদ্ধতি প্রয়োগ ও বাস্তবায়নে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে। PHAST (Participatory Hygiene & Sanitation Transformation) and RANAS (Risks, Attitudes, Norms, Abilities& Self-regulation) Approach সম্পর্কে ধারণা থাকতে হবে। জনস্বাস্থ্য বিশেষ করে পানি ও পয়ঃনিষ্কাশন সম্পর্কিত অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কম্পিউটার চালনা ও ইংরেজিতে প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।
বেতন সর্বসাকুল্যে ৬০,০০০/-। দাতা সংস্থা-ইউনিসেফ।
আগ্রহী প্রার্থীদেরকে এক কপি ছবি, সনদপত্রের অনুলিপিসহ আগামী ০৭-০৭-২০২২ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে আবেদনপত্র নিম্নঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রে ফোন/মোবাইল নম্বর লিখতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০ এর কম গ্রহণযোগ্য নয়। বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। অধিকযোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে। যোগ্য মহিলা ও অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা ঃ বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা: dskhr@dskbangladesh.orgইমেইলে আবেদনের ক্ষেত্রে পদের নাম উল্লেখ করতে হবে।