Technical Officer (Nutrition)
টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন)
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় Pathways to Prosperity for Extremely Poor People (PPEPP) প্রকল্পে কিশোরগঞ্জ জেলার ইটনা ও মিঠামইন উপজেলায় নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।
শিক্ষাগত যোগ্য
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টি/খাদ্যবিজ্ঞান/ফলিত পুস্টি বিষয়ে কমপক্ষে স্নাতক পাশ। মাঠ পর্যায়ে পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ’র প্রকল্পের কাজে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে। কম্পিউটার চালনা ও বাংলা/ইংরেজীতে প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য
বেতন সর্বসাকূল্যে ৪১,০০০/- (বেতন ৩৮,০০০/-টাকা, যাতায়াত/জ্বালানী/মোবাইলভাতা ৩,০০০)। বয়স সর্বোচ্চ ৩৫ বছর তবে অধিক যোগ্য প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদেরকে ১কপি ছবি, সনদপত্রের অনুলিপিসহ আগামী ১৮-১-২০২২ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে আবেদনপত্র নিন্মঠিকানায় ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রে ফোন/মোবাইল নম্বর লিখতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০ এর কম গ্রহণযোগ্য নয়। প্রকল্প/ সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা সুবিধা প্রযোজ্য হবে। বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। গ্রামীণ পরিবেশে অবস্থান করে হাওড় অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। যোগ্য অভ্যন্তরীণ নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদন পাঠানোর ঠিকানা : বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা -১২০৭। ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা: dskhr@dskbangladesh.org