Area Manager
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য উন্নয়নমূলক ও আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করছে। DSKমাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-৩৬৯)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF), বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় DSK ১৯৯৩ সাল থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। DSK ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করছে।
পদের নাম: অঞ্চলিক ব্যবস্থাপক-১
কর্ম স্তর: ০৬ ।
পদ সংখ্যা: ০৮।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (হিসাব ও বাণিজ্য বিভাগ অগ্রাধিকার) ।
অভিজ্ঞতা: এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক বা তদোর্ধ পদে ৩/৪ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কার্যক্রমের ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪২ বছর।
দায়িত্ব ও কর্তব্য:
ক) বার্ষিক কর্ম পরিকল্পনা/বাজেট প্রণয়ন করা, বিনিয়োগ পরিকল্পনা ও বাজেট প্রস্তুতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা।
খ) ৫-৭ টি শাখার কার্যক্রম তত্ত্বাবধান করা।
গ) বাজেট অনুযায়ী খরচ নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত ব্যয়ের কারণ (য়দি থাকে) বিশ্লেষণ ও নিয়মিত পর্যবেক্ষণ করা।
ঘ) কর্মপরিকল্পনা অনুযায়ী শাখার কাজ পরিদর্শন করা, পরিদর্শনে প্রাপ্ত ঘাটতিসমূহ সমাধানে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করা।
ঙ) ঋণ বিতরণ এর পূর্বে যাচাই বাছাই নিশ্চিত করা, প্রস্তাবিত ঋণ আবেদন সরজমিনে যাচাই সাপেক্ষে অনুমোদন ও সুপারিশ করা।
চ) তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনিয় দিক নির্দেশনা প্রদান করা এবং অলস তহবিলের সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
ছ) নিয়মিতভাবে সভা করা, সভার কার্যবিবরণী প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করা।
জ) যথাসময়ে মাসিক প্রতিবেদন যাচাই করে অঞ্চলের সংক্ষিপ্তসার প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
ঝ) উপজেলা পর্যায়ে সংস্থার প্রতিনিধি হিসেবে সরকারি/বেসরকারি/সামাজিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সমন্বয় করা।
বেতন ও অন্যান্য সুবিধাদি:
ক) বেতন ও ভাতা: সর্বসাকূলে মাসিক বেতন ৫০,৫৪০ টাকা। বেতন ৪৫,৬০০/- (মূল বেতন ২২,৪০০/-, বাড়িভাড়া ৭৫% (১৬,৮০০/), চিকিৎসা ভাতা ২,০০০/- ও যাতায়াত ভাতা ৪,৪০০/-), এবং অন্যান্য ভাতা ৪,৯৪০/- ( বিশেষ ভাতা ১,৫০০/-, মোবাইল ও ইন্টারনেট ভাতা ১,১০০/-,স্বাস্থ্যসেবা ভাতা ১০০/- পিএফ (সংস্থা) ২,২৪০/- টাকা )।
খ) অন্যান্য সুবিধাদি:
দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুয়িটি), অর্জিত ছুটি ভাতা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
আবেদনের শর্তাবলী:
আগ্রহী প্রার্থীদেরকে জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপিসহ আগামী ২৪-০৮-২০২৪ মধ্যে মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে নি¤œঠিকানায় পৌঁছাতে হবে।
কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০০ এর কম গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। কর্মী নিয়োগে যোগ্যতাসম্পন্ন আদিবাসী, প্রতিবন্ধী ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার তারিখ ও স্থান ই-মেইল/ মোবাইল ফোনে জানানো হবে। সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা: বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা: dskhr@dskbangladesh.org ই-মেইলে আবেদন প্রদানের ক্ষেত্রে পদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।
সংস্থা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর দিয়ে পরিচালিত। সংস্থা যৌন হয়রানি, অপব্যবহার, অসততা এবং দুর্নীতিসহ কর্মক্ষেত্রে যেকোন ধরনের অবাঞ্ছিত আচরণ প্রতিরোধে শূণ্য-সহিষ্ণু। সংস্থা লিঙ্গ সমতা ও বৈচিত্র্য সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল আবেদনকারীদের উৎসাহিত করে।