Assistant Director
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য উন্নয়নমূলক ও আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করছে। DSK মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-৩৬৯)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF), বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় DSK ১৯৯৩ সাল থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। DSK ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করছে।
পদের নাম: সহকারি পরিচালক
কর্মী স্তর: ০৫
পদ সংখ্যা: ০৩।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (হিসাব ও বাণিজ্য বিভাগ অগ্রাধিকার)
অভিজ্ঞতা: এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক বা তদোর্ধ পদে ৩/৪ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কার্যক্রমের ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
দায়িত্ব ও কর্তব্য:
ক) কৌশলগত পরিকল্পনা ও বিনিয়োগ পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা।
খ) ৫-৭ টি অঞ্চলের কার্যক্রম তত্ত্বাবধান করা।
গ) কর্মএলাকা নির্বাচন, ভিন্ন ভিন্ন খাতে ঋণ বিতরণ এবং শাখায় বিতরণকৃত ঋণের কিস্তি আদায়/বকেয়া হ্রাসে গুণগত পরামর্শ ও উদ্যোগ গ্রহণ করা।
ঘ) কার্যক্রম পরিদর্শন, প্রতিবেদন প্রস্তুত, পরিদর্শনে প্রাপ্ত ঘাটতিসমূহ সমাধানে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করা।
ঙ) কর্মপরিকল্পনা বিশ্লেষণ, কার্যক্রমের সূচক অনুযায়ী বিশ্লেষণাত্বক প্রতিবেদন, এমআইএস ও আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা।
চ) অঞ্চল ও শাখার তহবিল চাহিদা তৈরী ও তহবিল প্রাপ্তি নিশ্চিত করা।
ছ) আঞ্চলিক ও জোন সভায় অংশগ্রহণ করা, সংস্থার কার্যক্রম/কর্মসূচি বাস্তবায়নে গুণগত মতামত প্রদান।
জ) জেলা পর্যায়ে সংস্থার প্রতিনিধি হিসেবে সরকারি/বেসরকারি/সামাজিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সমন্বয় করা।
বেতন ও অন্যান্য সুবিধাদি:
ক) বেতন ও ভাতা: সর্বসাকূলে মাসিক বেতন ৬৬,১২৫ টাকা। বেতন ৬০,১৭৫/- (মূল বেতন ৩০,৫০০/-, বাড়িভাড়া ৭৫% (২২,৮৭৫/), চিকিৎসা ভাতা ২,০০০/-ও যাতায়াত ভাতা ৪,৮০০/-), এবং অন্যান্য ভাতা ৫,৯৫০/-(বিশেষ ভাতা ১,৫০০/-, মোবাইল ও ইন্টারনেট ভাতা ১,৩০০/-,স্বাস্থ্যসেবা ভাতা ১০০/- পিএফ (সংস্থা) ৩,০৫০/- টাকা )।
খ) অন্যান্য সুবিধাদি:
দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুয়িটি), অর্জিত ছুটি ভাতা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
আবেদনের শর্তাবলী:
আগ্রহী প্রার্থীদেরকে জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপিসহ আগামী ২৪-০৮-২০২৪ মধ্যে মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে নি¤œঠিকানায় পৌঁছাতে হবে।
কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০০ এর কম গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। কর্মী নিয়োগে যোগ্যতাসম্পন্ন আদিবাসী, প্রতিবন্ধী ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার তারিখ ও স্থান ই-মেইল/ মোবাইল ফোনে জানানো হবে। সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা: বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা: dskhr@dskbangladesh.org ই-মেইলে আবেদন প্রদানের ক্ষেত্রে পদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।
সংস্থা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর দিয়ে পরিচালিত। সংস্থা যৌন হয়রানি, অপব্যবহার, অসততা এবং দুর্নীতিসহ কর্মক্ষেত্রে যেকোন ধরনের অবাঞ্ছিত আচরণ প্রতিরোধে শূণ্য-সহিষ্ণু। সংস্থা লিঙ্গ সমতা ও বৈচিত্র্য সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল আবেদনকারীদের উৎসাহিত করে।