Joint Director (Audit)

0 Comment
2876 Views

Posted 11 months ago

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রধান কার্যালয়ে নিম¤œলিখিত পদে যোগ্যতা-সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।

পদের নাম: যুগ্ম পরিচালক (নিরীক্ষা) (গ্রেড-৩)

পদ সংখ্যা: ০১

কর্মস্থল: প্রধান কার্যালয়

শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞান-এ স্নাতকোত্তর। CACC পাশ হতে হবে।

অভিজ্ঞতা: এনজিওতে ক্ষুদ্রঋণসহ বিভিন্ন প্রকল্পে ঊর্ধ্বতন পর্যায়ে নিরীক্ষা কাজে ১৪-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। Data Collection, Compilation, Data Analysis, Reporting & Documentation, Logical Frame work, KPI সম্পর্কে ধারনা ও দক্ষতা থাকতে হবে। কর্মী ব্যবস্থাপনায় দক্ষতা, বার্ষিক/মাসিক নিরীক্ষা (অভ্যন্তরিন ও বহিঃনিরীক্ষা) পরিকল্পনা প্রস্তুত করা, নতুন পদ্ধতির বিকাশ, নির্দেশিকা, নীতি, নিরীক্ষা কাজ পরিকল্পনা, নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা, সংগঠিত এবং পরিচালনার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা দলের সাথে সমন্বয় করা, আইন অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স নিরীক্ষা করা। Internal Control System সর্ম্পকে ভাল ধারণা এবং এর বাস্তবায়ন করা।

অতিরিক্ত যোগ্যতা: Diploma in Microfinance (InM) পরীক্ষায় উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তিভিত্তিক ডাটা বেইজ তৈরি ও SPSS জানা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। কম্পিউটার চালনা ও ইংরেজিতে প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।

নির্বাহী পরিচালক এর তত্তাবধানে কাজ করতে হবে, সংস্থার বিভিন্ন কর্ম এলাকা ব্যাপক পরিদর্শনের মানসিকতা থাকতে হবে। বেতন সর্বসাকুল্যে মাসিক ১,৪৫,০০০/-। অধিক যোগ্য প্রাথীর ক্ষেত্রে বেতনভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর।

আগ্রহী প্রার্থীদেরকে ১ কপি ছবি, সনদপত্রের অনুলিপিসহ আগামী ১০-১১-২০২৩ তারিখের মধ্যে মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে আবেদনপত্র নিম্নঠিকানায় পৌঁছাতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০ এর কম গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। যোগ্য নারী ও অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। DSK-র চাকরি বিধিমালা অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, পি.এফ, স্বাস্থ্য্যবীমা ও গ্র্যাচুয়িটি সুবিধা থাকবে। বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে। খামের উপর পদের নাম লিখতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা: dskhr@dskbangladesh.org ই-মেইলে আবেদন প্রদানের ক্ষেত্রে পদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।

সংস্থা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর দিয়ে পরিচালিত। সংস্থা যৌন হয়রানি, অপব্যবহার, অসততা এবং দুর্নীতিসহ কর্মক্ষেত্রে যেকোন ধরনের অবাঞ্ছিত আচরণ প্রতিরোধে শূণ্য-সহিষ্ণু। সংস্থা লিঙ্গ সমতা ও বৈচিত্র্য সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল আবেদনকারীদের উৎসাহিত করে।

Apply Online


Leave your comment